৯ম (নবম) সপ্তাহ- সম্পূর্ণ ফ্রি স্বাস্থ্য সেবা কর্মসূচী “ডাক্তারী সেবা প্রকল্প”
- Abdur Rohim Chisty Foundation
- Jan 17, 2022
- 1 min read
Updated: Feb 23, 2022
তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২২ (রোজ শুত্রুবার) সময়ঃ বিকাল ০৬.০০ ঘটিকা হতে রাত ১০.০০ ঘটিকা স্থানঃ ঈদগাঁহ রোড, পাগাড়, বিসিক, টঙ্গী, গাজীপুর
অত্র এআরসিএফ এ সমাজের অসহায় ও দরিদ্র নারী, শিশু ও বৃদ্ধসহ সকলকে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারী সেবা প্রদান করা হয়। অত্র দিনের ডাক্তার ছিলেনঃ

ডাক্তার- ড. রুমানা আক্তার সহযোগী প্রতিষ্ঠান- নস্ট্রাম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
প্রকল্পের ধরনঃ চলমান প্রকল্প সেবার সময়কালঃ প্রতি শুক্রবার বিকাল ৬:০০ ঘটিকা থেকে রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত ।
বিঃদ্রঃ এআরসিএফ এর সদস্য না হলেও অত্র এলাকার সকলেই এই ডাক্তারি সেবা নিতে পারবেন। আসুন আশেপাশের সকলকে নিয়ে আমরা সুস্থ থাকি।
ধন্যবাদান্তে, নির্বাহী পরিচালক এআরসিএফ
Kommentare