top of page
Search

এআরসিএফ সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরন। (Distribution of Eid gifts among ARCF members)







তারিখ: ২৮/০৪/২০২২ ইং। (Date: 28/04/2022) সময়: ১৯৩০ ঘটিকা। (Time: 1930 hours) স্থান: ফাউন্ডেশন অফিস, ঈদগাঁহ রোড, পাগাড়, ফকির মার্কেট, বিসিক, টঙ্গী, গাজীপুর। (Venue: Foundation Office, Eidgah Road, Pagad, Fakir Market, BSCIC, Tongi, Gazipur)


চলতি রমজান মাসের ২৬ রোজার ইফতার শেষে ১৯৩০ ঘটিকা সময় এআরসিএফ এর সদস্যদের মধ্যে হতে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সর্বমোট ৬০ জন অসহায় বৃদ্ধ, নারী ও পুরুষদের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়। ঈদ উপহারের মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, চিনি, সেমাই, লবন ও শাড়ী/লুঙ্গী ইত্যাদি। (At the end of the 26th Ramadan Iftar of the current month of Ramadan, Eid gifts were distributed among a total of 60 helpless elderly, women and men members of the ARCF under the program of "Improving the Quality of Life of the Elderly". Eid gifts include rice, dal, potatoes, sugar, semai, salt and sari/lungi etc.)


ফাউন্ডেশনের নিজস্ব তহবিল ছাড়াও উক্ত ঈদ উপহার তৈরিতে বিশিষ্ট সমাজসেবক আজমিরী খান টুটুল উল্লেখযোগ্য পরিমাণ অর্থয়ান করেন। এছাড়া আরও অর্থয়ান করেন সমাজপ্রেমী মো: ইলিয়াস হোসেন। (In addition to the foundation's own funds, Ajmeri Khan Tutul, a prominent social worker, contributed a considerable amount of money to make the Eid gift. Besides, social activist Md. Ilias Hossain also provided funds.)


ঈদ উপহার বিতরন কার্যক্রমে অংশগ্রহণ করেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক সৈয়দ আতিক, মো: জাকির হোসেন, মো: কামাল হোসেন, মো: সেলিম, মো: আজিজ মিয়া ও আরও অনেকে। (Prominent social worker journalist Syed Atiq, Md. Zakir Hossain, Md. Kamal Hossain, Md. Selim, Md. Aziz Mia and many others participated in the Eid gift distribution program.)


এআরসিএফ এর সদস্যদের ঈদকে আনন্দময় করতে ফাউন্ডেশনের সকলকে, অনুদানকারী, সেচ্ছাসেবক ও সমাজসেবক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন আমরা আমাদের নিয়মিত ও সামান্য ভালবাসার বিনময়ে তাদের অসামান্য ভালবাসার অংশীদার হই। (Best wishes and congratulations to all the members of the Foundation, donors, volunteers and social workers for making the Eid of ARCF members happy.)


ধন্যবাদান্তে নির্বাহী পরিচালক এআরসিএফ (Thanks Executive Director ARCF)

14 views0 comments
bottom of page