আলোচনা সভা- তহবিল সংগ্রহকারী/সাধারণ সদস্য নিয়োগ এবং সদস্যদের মধ্যে ঈদ উপহার প্রদান প্রসঙ্গে।
- Abdur Rohim Chisty Foundation
- May 19, 2022
- 1 min read

তারিখ: ১৩/০৫/২০২২ ইং। সময়: ১৬০০ ঘটিকা। স্থান: ফাউন্ডেশন অফিস, বিসিক, টঙ্গী, গাজীপুর।
অত্র ফাউন্ডেশন তার বর্তমান সমাজসেবা কার্যক্রম অব্যাহত রাখা ও তার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নিজস্ব তহবিল সম্প্রসারন ও তা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করে। যার ফলশ্রুতিতে ফাউন্ডেশনের তহবিল বৃদ্ধি ও তা ব্যবহার নিশ্চিত করার জন্য অত্র ফাউন্ডেশনের সাধারন সদস্য নিয়োগের ব্যাপারে ১৩ মে ২০২২ তারিখে ফলপ্রশু আলোচনা হয় যেখানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির মূল দায়িত্ব হবে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে দেশের ভিতরে ও বাহিরের সমাজসেবী সকলের নিকট উপস্থাপন করা ও যোগাযোগ অব্যাহত রাখা। পাশাপাশি কুরবানি ঈদে এআরসিএফ এর সদস্যদের ঈদকে আনন্দময় করতে ফাউন্ডেশনের সদস্যদেরকে কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত নির্বাহী পরিষদ সদস্য, সাধারণ সদস্য, সেচ্ছাসেবক ও সমাজসেবক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন আমরা আমাদের নিয়মিত ও সামান্য ভালবাসার বিনময়ে তাদের অসামান্য ভালবাসার অংশীদার হই।
ধন্যবাদান্তে নির্বাহী পরিচালক এআরসিএফ
Comments