৫ম সপ্তাহ- সম্পূর্ণ ফ্রি স্বাস্থ্য সেবা কর্মসূচী “ডাক্তারী সেবা প্রকল্প”
- Abdur Rohim Chisty Foundation
- Dec 13, 2021
- 1 min read
তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২১ (রোজ শুত্রুবার) সময়ঃ বিকাল ০৬.০০ ঘটিকা হতে রাত ১০.০০ ঘটিকা স্থানঃ ঈদগাঁহ রোড, পাগাড়, বিসিক, টঙ্গী, গাজীপুর
আব্দুর রহিম চিশতী ফাউন্ডেশন (এআরসিএফ) সমাজের অসহায় ও দরিদ্র নারী, শিশু ও বৃদ্ধসহ সকলকে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারী সেবা দেয়ার জন্য ৩ ডিসেম্বর, ২০২১ তারিখ রোজ শুক্রবার বিকাল ০৬:০০ ঘটিকায় অত্র ফাউন্ডেশন কার্যালয়ে “ডাক্তারী সেবা প্রকল্প” এর উদ্বোধন পরবর্তী ৫ম (পঞ্চম) সপ্তাহের ডাক্তারী সেবা প্রদান করা হয়। অত্র দিনের ডাক্তার ছিলেনঃ
গাইনী ডাক্তার- ড. রুমানা আক্তার প্রতিষ্ঠান- নস্ট্রাম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
প্রকল্পের ধরনঃ “ডাক্তারী সেবা প্রকল্প” একটি চলমান প্রকল্প সেবার সময়কালঃ প্রতি শুক্রবার বিকাল ৬:০০ ঘটিকা থেকে রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত
বর্তমান ও ভবিষ্যতের প্রকল্পসমূহের নিয়মিত সেবা সুবিধা নেয়ার জন্য এআরসিএফ এর প্রকল্প সদস্য সংগ্রহ চলছে।





ধন্যবাদান্তে, নির্বাহী পরিচালক এআরসিএফ
Comments