২য় সপ্তাহ- বিনামূল্যের স্বাস্থ্য সেবা কর্মসূচী“ডাক্তারী সেবা প্রকল্প”
- Abdur Rohim Chisty Foundation
- Nov 23, 2021
- 1 min read
তারিখঃ ১২ নভেম্বর, ২০২১ স্থানঃ ফাউন্ডেশন অফিস
সময়ঃ বিকাল ৫:০০ ঘটিকা থেকে রাত ৯:০০ ঘটিকা পর্যন্ত
এআরসিএফ সমাজের অসহায় ও দরিদ্র নারী, শিশু ও বৃদ্ধসহ সকলকে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারী সেবা দেয়ার জন্য আজ ১২ নভেম্বর ২০২১ তারিখ রোজ শুক্রবার বিকাল ০৫:০০ ঘটিকায় অত্র ফাউন্ডেশন কার্যালয়ে ডাক্তার মিসেস রুমানা আক্তার “ডাক্তারী সেবা প্রকল্প” এর উদ্বোধন পরবর্তী ২য় দিন সমাজের অসহায় ও দরিদ্র নারী, শিশু ও বৃদ্ধসহ সকলকে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারী সেবা প্রদান করেন।
প্রল্পের ধরণঃ “ডাক্তারী সেবা প্রকল্প” একটি চলমান প্রকল্প সেবা প্রদানের সময়ঃ প্রতি শুক্রবার বিকাল ৫:০০ ঘটিকা থেকে রাত ৯:০০ ঘটিকা পর্যন্ত
এআরসিএফ এই স্বাস্থ্য সেবা কর্মসূচী “ডাক্তারী সেবা প্রকল্প” এর পাশাপাশি শিক্ষা ও শিশু উন্নয়ন কর্মসূচি, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি এবং ক্ষুদ্র উদোক্তা/নারী উদোক্তা কর্মসূচি ইত্যাদির আওতায় সমাজের অসহায় ও দরিদ্র নারী, শিশু ও বৃদ্ধসহ সকলকে আর্থিক অনুদান প্রদান করে আসছে।
বর্তমান ও ভবিষ্যতের প্রকল্পসমূহের নিয়মিত সেবা সুবিধা নেয়ার জন্য এআরসিএফ এর প্রকল্প সদস্য সংগ্রহ চলছে।
ধন্যবাদান্তে,
নির্বাহী পরিচালক
এআরসিএফ




Comments