সমঝোতা স্বারক স্বাক্ষরের নিমিত্তে এআরসিএফ এবং নস্ট্রাম হাসপাতাল মধ্যকার আলোচনা সভা
- Abdur Rohim Chisty Foundation
- Nov 23, 2021
- 1 min read
তারিখঃ ১৭/১১/২০২১ (বুধবার) সময়ঃ রাত ০৮.০০ ঘটিকা স্থান : ফাউন্ডেশন অফিস
উদ্দেশ্যঃ এআরসিএফ এর প্রকল্প সদস্যদেরকে ৩০% ছাড়ে নস্ট্রাম হাসপাতালে মেডিকেল টেস্ট ও অন্যান্য চিকিৎসা সেবা নিশ্চত করা।
নস্ট্রাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর মালিক ও পরিচালকবৃন্দের সহিত এআরসিএফ এর মধ্যে দীর্ঘ আলোচনা সভা অনুষ্ঠিত হয় যা এআরসিএফ এর প্রতিষ্ঠা হতে অদ্যাবধি পর্যন্ত একটি যুগান্তকারী ও সফল আলোচনা সভা। উক্ত সভায় নস্ট্রাম হাসপাতাল বর্তমানে এআরসিএফ এর কার্ডধারী প্রকল্প সদস্যদের ৩০% ছাড়ে সকল মেডিকেল টেস্ট ও অন্যান্য চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে ফ্রিতে বেসিক মেডিসিন সুবিধা প্রদান হবে এবং সবার সহযোগিতা থাকলে প্রয়োজনে একটি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার অত্র এলাকায় প্রতিষ্ঠা করা হবে এই মর্মে নস্ট্রাম হাসপাতাল এআরসিএফ`কে আশ্বাস প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য মিলিটারি অফিসার- ১) কর্নেল মো: শামীম রেজা মিলন
উক্ত সভায় নস্ট্রাম হাসপাতালের মালিক ও পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ১) মো: রনি খান, ২) আমিনুল এহসান মামুন ও ৩) মো: শাহাদাত হোসেন।
অত্র পাগাড়, টঙ্গী, গাজীপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ইন-আর্ট গার্মেন্টস এর মালিক- ১) রেজাউল কিবরিয়া কাজল।
আরও উপস্থিত ছিলেন অত্র পাগাড়, টঙ্গী, গাজীপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক- ১) আজমিরি খান টুটুল ও ২) মো: মুন।
পরিশেষে, উপস্থিত কর্নেল মো: শামীম রেজা মিলন, এআরসিএফ এবং অত্র এলাকার অতিথিবৃন্দের পক্ষ হতে নস্ট্রাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে উল্লিখিত মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা ও আশ্বাস প্রদানের জন্য জানাচ্ছি অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন।
অত্র সমাজের সকলের নিকট সর্বাত্মক দোয়া ও সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,











নির্বাহী পরিচালক এআরসিএফ
Comentários