যাত্রা শুরু- সম্পূর্ণ বিনামূল্যের স্বাস্থ্য সেবা কর্মসূচী “ডাক্তারী সেবা প্রকল্প”
- Abdur Rohim Chisty Foundation
- Nov 15, 2021
- 1 min read
তারিখঃ ০৫ নভেম্বর, ২০২১
স্থানঃ ঈদগাঁহ রোড, পাগাড়, বিসিক, টঙ্গী, গাজীপুর (ফাউন্ডেশন অফিস)
আব্দুর রহিম চিশতী ফাউন্ডেশন (এআরসিএফ) এর “ডাক্তারী সেবা প্রকল্প” এর স্বাস্থ্য সেবা কর্মসূচী দোয়া মাহফিল পরবর্তী বিশিষ্ট সমাজসেবক আজমিরি খান টুটুল, সৈয়দ জাকির হোসেন ও মো: আব্দুল মান্নান ব্যক্তিবর্গের প্রতীকি ডাক্তারী সেবা গ্রহনের মাধ্যমে চালু করা হয়। পরবর্তীতে এআরসিএফ এর বর্তমান ও সম্ভ্যাব্য প্রকল্প সদস্য এবং সমাজের অসহায় ও দরিদ্র নারী, শিশু ও বৃদ্ধসহ সকলকে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারী সেবা প্রদান করা হয়।
ধরনঃ “ডাক্তারী সেবা প্রকল্প” একটি চলমান প্রকল্প সময়ঃ প্রতি শুক্রবার বিকাল ৫:০০ ঘটিকা থেকে রাত ৯:০০ ঘটিকা পর্যন্ত
স্থানঃ ফাউ্ন্ডেশন অফিস
বর্তমান ও ভবিষ্যতের প্রকল্পসমূহের নিয়মিত সেবা সুবিধা নেয়ার জন্য এআরসিএফ এর প্রকল্প সদস্য সংগ্রহ চলছে।
ধন্যবাদান্তে, এআরসিএফ কতৃপক্ষ
Comentarios