ক্ষুদ্র উদ্যোক্তা/নারী উদ্যোক্তা কর্মসূচী’র অধীনে সেলাই মেশিন বিতরন
- Abdur Rohim Chisty Foundation
- Nov 15, 2021
- 1 min read
তারিখঃ ০৫ নভেম্বর, ২০২১ স্থানঃ ঈদগাঁহ রোড, পাগাড়, বিসিক, টঙ্গী, গাজীপুর (ফাউন্ডেশন অফিস)
আব্দুর রহিম চিশতী ফাউন্ডেশন (এআরসিএফ) এর ক্ষুদ্র উদ্যোক্তা / নারী উদ্যোক্তা কর্মসূচীর আওতায় হাজী মার্কেট, পাগাড়, টঙ্গী, গাজীপুর এলাকার নিবাসী ০২ জন উদ্যোগী নারী মসুফা আলম ও লিপি রহমান কে ০২ টি সেলাঈ মেশিন বিতরন দেয়া হয়। অত্র এলাকার নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে উক্ত সেলাঈ মেশিন বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমিরি খান টুটুল, আব্দুল কুদ্দুস পাঠান, বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের অফিসার মো: খোরশেদ আলম, সৈয়দ জাকির হোসেন, নুরুন্নবী আনসারী নবীন, মো: আব্দুল আজিজ, মো: হাসিম শেখ, মো: মাঈন উদ্দিন পাটোয়ারী ও মো: আব্দুল মান্নান সহ আরও কতিপয় ব্যক্তিবর্গ। সমাজের এমন আরও নারী উদ্যোক্তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে এআরসিএফ নিয়মিত সহায়তা প্রদান করতে প্রতিশুতিবদ্ধ।
বর্তমান ও ভবিষ্যতের প্রকল্পসমূহের নিয়মিত সেবা সুবিধা নেয়ার জন্য এআরসিএফ এর প্রকল্প সদস্য সংগ্রহ চলছে।
ধন্যবাদান্তে, এআরসিএফ কতৃপক্ষ
Commenti