এআরসিএফ এর নিজস্ব ব্যাংক হিসাব চালুকরন।
- Abdur Rohim Chisty Foundation
- Jan 5, 2022
- 1 min read
উদ্দেশ্য- এআরসিএফ এর সকল প্রকার আর্থিক লেনদেন সম্পন্ন করা এবং আর্থিক জবাবদিহিতা নিশ্চত করা।
"দি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস, বাংলাদেশ" এর অধীনে “দি সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট- ১৮৬০” অনুযায়ী নিবন্ধিত ও পরিচালিত সকল অলাভজনক, সেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সকল প্রকার আর্থিক লেনদেন সম্পন্ন এবং আর্থিক জবাবদিহিতা নিশ্চত করতে নিজস্ব ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক যা অত্র প্রতিষ্ঠানের গঠনতন্ত্র অনুযায়ী ২ (দুই) জন দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সদস্যের স্বাক্ষরান্তে পরিচালিত হয়।
যার ধারাবাহিকতায়, সম্প্রতি এআরসিএফ এর নির্বাহী পরিচালক ও অর্থ পরিচালক এর তত্ত্বাবধানে সরকারি ব্যাংকে হিসাব চালু করা হয় যা নিম্নরূপ-

হিসাবের নাম- এআরসিএফ জেনারেল ফান্ড হিসাব নম্বর- ০১২৬৩০২০০০৬৫০ ব্যাংকে নাম- সোনালী ব্যাংক লিমিটেড ব্যাংকের শাখা- টংগী বাজার শাখা, গাজীপুর, বাংলাদেশ।
এআরসিএফ বর্তমানে স্বাস্থ্য সেবা কর্মসূচী “ডাক্তারী সেবা প্রকল্প”, শিক্ষা ও শিশু উন্নয়ন কর্মসূচি, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি এবং ক্ষুদ্র উদোক্তা/নারী উদোক্তা কর্মসূচি ইত্যাদির আওতায় সমাজের অসহায় ও দরিদ্র নারী, শিশু ও বৃদ্ধসহ সকলকে আর্থিক অনুদান/সহায়তা প্রদান করে আসছে।
অত্র ফাউন্ডেশন কর্তৃক উল্লিখিত কর্মসূচির অধীনে পরিচালিত সমাজসেবামূলক জনহিতকর কার্যক্রমে অংশগ্রহণের জন্য সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিবর্গের নিকট আহ্বান জানাচ্ছি।
ধন্যবাদান্তে, নির্বাহী পরিচালক এআরসিএফ
Comments