top of page

.png)
"ডাক্তারী সেবা প্রকল্প" উদ্ভোধন ও ডাক্তারী সেবা কার্যক্রম শুরু (STARTING "DOCTOR'S PRESCRIPTION PROJECT" JOURNEY)
তারিখঃ ০৫/১১/২০২১; সময়ঃ রাত ০৯.০০ ঘটিকা
|ফাউন্ডেশন অফিস, পাগাড়, টংগী, গাজীপুর
সম্পূর্ন ফ্রি চিকিৎসা ও সেবা দান ।


Time & Location
তারিখঃ ০৫/১১/২০২১; সময়ঃ রাত ০৯.০০ ঘটিকা
ফাউন্ডেশন অফিস, পাগাড়, টংগী, গাজীপুর
About the event
আব্দুর রহিম চিশতী ফাউন্ডেশন (এআরসিএফ) কর্তৃক স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় এআরসিএফ এর সকল প্রকল্প সদস্যদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে “ডাক্তারী সেবা প্রকল্প” এর শুভ উদ্বোধন করা হবে। এই “ডাক্তারী সেবা প্রকল্প” একটি চলমান প্রকল্প এবং এই সেবা সুবিধা প্রকল্প সদস্যদেরকে প্রতি শুক্রবার দেয়া হবে। এই প্রকল্পের আওতায় প্রকল্প সদস্যসহ তার পরিবারের আরও ০২ (দুই) জন সদস্য ডাক্তারী সেবা পাবেন। আসুন আমরা আমাদের পরিচিত আশেপাশের অসহায় ও দরিদ্র নারী, শিশু ও বৃদ্ধ সহ সকলকে বিনামূল্যে ডাক্তারী সেবা গ্রহনের সুযোগ করে দিয়ে সমাজসেবা কাযক্রমে অংশগ্রহন করি।
Schedule
৪ ঘন্টা ৩০ মিনিটস্বাস্থ্য সেবা চালু
৩২১,ঈদগাঁহ রোড, টঙ্গী, গাজীপুর
bottom of page