
.png)
আব্দুর রহিম চিশতী ফাউন্ডেশন (এআরসিএফ) এবং নস্ট্রাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্
তারিখঃ ১৭/১১/২০২১; সময়ঃ রাত ০৮.০০ ঘটিকা
|ফাউন্ডেশন অফিস, পাগাড়, টংগী, গাজীপুর
এআরসিএফ এর প্রকল্প সদস্যদেরকে নস্ট্রাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ৩০% ছাড়ে সকল প্রকার মেডিকেল টেস্ট ও চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করা।


Time & Location
তারিখঃ ১৭/১১/২০২১; সময়ঃ রাত ০৮.০০ ঘটিকা
ফাউন্ডেশন অফিস, পাগাড়, টংগী, গাজীপুর
Guests
About the event
এআরসিএফ এর প্রকল্প সদস্যদেরকে সম্পূর্ণ বিনামূল্যের স্বাস্থ সেবা কর্মসূচী “ডাক্তারী সেবা প্রকল্প” উদ্বোধন ও কার্যক্রম চালু পরবর্তী সময়ে বিগদ ০২ (দুই) শুক্রবার ০৫/১১/২০২১ ও ১২/১১/২০২১ ইং তারিখে ডাক্তারী সেবা নেওয়ার জন্য অত্র এলাকার জনসাধারনের ব্যাপক সাড়া পাওয়া যায়। যার ফলশ্রুতিতে, নস্ট্রাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সাথে যোগাযোগ করায় তারা এআরসিএফ এর প্রকল্প সদস্যদেরকে ৩০% ছাড়ে সকল প্রকার মেডিকেল টেস্ট ও চিকিৎসা সেবা প্রদান করার মৌখিক আশ্বাস প্রদান করেন। এ উদ্দেশ্যেই নস্ট্রাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর মালিক ও পরিচালনা পর্ষদ এআরসিএফ এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য অত্র ফাউন্ডেশন অফিস পরিদর্শনের জন্য আসবেন ।
এআরসিএফ এর প্রকল্প সদস্যদেরকে নস্ট্রাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ৩০% ছাড়ে সকল প্রকার মেডিকেল টেস্ট ও চিকিৎসা সেবা প্রদান এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সমাজের সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
এআরসিএফ কর্তৃপক্ষ